বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সকাল থেকে বাস চলাচল শুরু

SONALISOMOY.COM
আগস্ট ৬, ২০১৮
news-image

নিজস্ব প্রতিবেদক: দূরপাল্লার বাস চলাচল সকাল থেকে শুরু হয়েছে। এ ছাড়া সংখ্যায় খুব কম হলেও ঢাকার অভ্যন্তরে গণপরিবহন চলাচলও শুরু হয়েছে। যে পরিমাণ বাস চলছে, তা যাত্রীর তুলনায় কম। এ জন্য রাজধানীর বিভিন্ন সড়কের মোড়গুলোতে কর্মজীবী মানুষের ভিড় দেখা গেছে।

ঢাকাসহ সারা দেশে আজ থেকে যানবাহন চলাচল করবে গতকাল রোববার রাতে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্লাহ। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাসের মালিক-শ্রমিকেরা ‘অঘোষিত ধর্মঘট’ ডেকেছিলেন।

সকাল সাড়ে সাতটার দিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে দেখা যায়, বৃষ্টির মধ্যে কিছু দূরপাল্লার বাস টার্মিনাল ছেড়ে গেছে। গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে পুলিশের চেকপোস্ট আছে। ঢাকার দিকে যেসব বাস ঢুকছে, সেগুলোর কাগজপত্র, চালকের লাইসেন্স পুলিশ তল্লাশি করছে।

গাবতলীতে হানিফ পরিবহনের ব্যবস্থাপক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আজ সকাল সাড়ে ছয়টা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বাসগুলো গাবতলী থেকে ছাড়তে শুরু করেছে।

দক্ষিণবঙ্গের অন্যান্য পরিবহনের বাসগুলো বেশির ভাগই তাদের নিজ জেলাতে রয়েছে। সেগুলো আজ দুপুর থেকে ঢাকার দিকে রওনা হবে।

ঢাকার মিরপুর থেকে গণপরিবহনগুলোর চলাচল শুরু হয়েছে।