শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বাগমারায় নিরাপদ সড়কের জন্য লিফলেট বিতারণ

SONALISOMOY.COM
সেপ্টেম্বর ৫, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে নিরাপদ সড়কের জন্য নাগরিক কর্তব্য সংক্রান্ত এক প্রশিক্ষণ ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্বে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গাড়ীচালক, জন প্রতিনিধি, স্কাউটার প্রতিনিধিসহ সুশীল সমাজের দায়িত্বশীলদের নিয়ে নিরাপদ সড়ক বিষয়ক নির্দেশনামূলক আলোচনায় সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনারুল কবির, শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ সকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এরশাদ আলী, কারিগরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, সোনাডাঙ্গা ইউপি চেয়ারম্যান, আজাহার আলী, ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জিল্লুর রহমান, গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন সরদার, চানপাড়া আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা খাতুন, উপজেলার বাস ট্রাক সমিতির নেতা বল্টুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্কাউট দলের সদস্য, ব্যবসায়ীক প্রতিনিধি, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল, যাত্রী হিসেবে আমাদের দায়িত্ব, সড়ক দুর্ঘনার কারণসমূহ, গাড়ি চালক হিসেবে আমার দায়িত্বসহ বিভিন্ন নির্দেশনামূলক বিষয়ক পর্যালোচনা।

পরে উপজেলার ৮টি ইউনিয়নের ও ১টি পৌরসভার জন্য নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। বাঁকি আরো ৮টি ইউনিয়নে এ বিষয়ক লিফলেট আজ বৃহস্পতিবার বিতারণ করা হবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান।