শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সন্ত্রাসের জনপদকে শান্তির জনপদে পরিনত করেছেন সাংসদ এনামুল হক

SONALISOMOY.COM
সেপ্টেম্বর ৬, ২০১৮
news-image

নিজস্ব প্রতিবেদক: এক সময়ের সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত রাজশাহীর বাগমারা বর্তমান সরকারের সময়ে সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের দুরদর্শীতায় শান্তির জনপদে পরিনত হয়েছে।

জেলার সবচেয়ে বড় এই উপজেলা নিয়ে রাজশাহী-৪ আসন গঠিত। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার আগে এই জনপদটি রক্তাক্ত জন পদে পরিনত হয়েছিল।

২০০৮ সালে ইঞ্জিনিয়ার এনামুল হক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে সেই অবস্থান থেকে এখন শান্তির জনপদে পরিনত হয়েছে। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিদ্যুৎ ও অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন আগের যে কোন সময়ের চেয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

রাজশাহীর অন্য সব উপজেলা থেকে বাগমারাকে পিছিয়ে রাখার আর সুযোগ নেই। সম্প্রতি দেশের চৌদ্দটি উপজেলাকে মডেল উপজেলা তৈরির লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। এই চৌদ্দটি উপজেলার মধ্যে বাগমারা অন্যতম। রাজশাহীর সবচেয়ে বড় উপজেলা বাগমারা।

৩৬৬ বর্গ কিলোমিটার আয়তনের এই আসনে রয়েছে দুইটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন।