শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বাগমারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে ২য় পর্বে ভবানীগঞ্জ পৌরসভা ও শ্রীপুর ইউপি’র জয়

SONALISOMOY.COM
সেপ্টেম্বর ৮, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: বাগমারায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় পর্বের দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ঐতিহ্যবাহী উত্তর একডালা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিকেল ২টায় অংশ গ্রহণ করেন, ভবানীগঞ্জ পৌরসভা বনাম নরদাশ ইউনিয়ন পরিষদ ফুটবল দল। ভবানীগঞ্জ অনুর্ধ্ব ১৭ ফুটবল দল ২-০ গোলে নরদাশ ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে। অপর দিকে বিকেল ৪ টার খেলায় শ্রীপুর ইউনিয়ন পরিষদ বনাম গণিপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল অংশ গ্রহণ করেন। খেলায় কোন পক্ষে গোল না করায় অতিরিক্ত খেলা দেয়া হয়। এতেও অমিমাংশীত গোল না হওয়ায় পরে ট্রাইবেকারে শ্রীপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১-০ গোলে গণিপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে। প্রধান রেফারী হিসেবে ১ম খেলায় আফজাল হোসেন ও ২য় খেলায় আলী আকবর দায়িত্ব পালন করেন। সহকারী রেফারী হিসেবে ছিলেন, মঞ্জুর রহমান ও জাহাঙ্গীর আলম। ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন, প্রভাষক নজরুল ইসলাম, কামালপাশা ও পলাশ মাহমুদ আগুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, বাগমারা উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুমীত, শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, চেয়ারম্যান মনিরুজ্জামান রুঞ্জু, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ, মাহমুদুর রহমান মিলন, ডাক্তার লোকমান হোসেন সহ এলাকার অসংখ্য ফুটবল প্রেমী দর্শক।

একই মাঠে আগামী সোমবার দুপুর ২টায় যোগীপাড়া ও হামিরকুৎসা ইউনিয়ন পরিষদ এবং বিকেল চারটায় মাড়িয়া ইউনিয়ন পরিষদ বনাম শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের ফুটবল দল অংশ গ্রহণ করবেন বলে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া একই মাঠে সকাল ১০টা ৪৭তম স্কুল ও মাদ্রাসার উপজেলা ভিত্তিক গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার এক অংশের ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। এতে মচমইল উচ্চ বিদ্যালয় ভবানীগঞ্জ সরকারী বালক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে চাম্পিয়ান শিরোপা অর্জন করেছে।