শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

১০ হাজার শিক্ষার্থীকে ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ইশিখন

SONALISOMOY.COM
সেপ্টেম্বর ৮, ২০১৮
news-image

নিজস্ব প্রতিবেদক: সারাদেশ থেকে অনলাইনে ১০ হাজার শিক্ষার্থী সফলভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্ন করেছে দেশের আইটি প্রতিষ্ঠান ইশিখন.কম।

বিগত দেড় বছরে বিনামুল্যে ১৬টি কোর্সে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়াও যাদের ইন্টারনেট সংযোগ নেই তারা লাইভ ক্লাসের ডিভিডি সংগ্রহ করেও কোর্সসমূহ শিখছেন।

বেকার সমস্যা দূরীকরণে সরকারের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ অনলাইনে শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে আসছে এ প্রতিষ্ঠানটি। এতে ইশিখন.কম ওয়েবসাইটের মাধ্যমে দেশের যেকোন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ঘরে বসেই লাইভ ক্লাস করার সুযোগ পান। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে জনপ্রিয় ১৬টি কোর্স এর যেকোন এক বা একাধিক কোর্স করার সুযোগ পান শিক্ষার্থীরা।

এদের মধ্যে বেশিরভাগ বর্তমানে ফাইভার, আপওয়ার্কসহ বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো আয় করে স্বাবলম্বী হয়েছেন। আবার অনেকেই কোর্স শেষে বিভিন্ন আইটি সেক্টরে বর্তমানে কর্মরত আছেন।

এই বিষয়ে ইশিখন.কম এর প্রধান নির্বাহী ইব্রাহিম অাকবর জানান, আমরা অনলাইনের মাধ্যমে কোর্সসমূহ করিয়ে থাকি। যাতে করে বাংলাদেশের যে কোন স্থান থেকে ঘরে বসে সবাই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে পারে। এই ধরনের প্রশিক্ষণ আমরা সব সময়ই চলমান রাখবো। বাংলাদেশে বর্তমানে ইলার্নিং সেক্টর তথা অনলাইন প্রশিক্ষণ জনপ্রিয় হয়ে উঠেছে।