শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল চ্যাম্পিয়ন দলকে এমপি এনামুল হকের অভিনন্দন

SONALISOMOY.COM
সেপ্টেম্বর ১৩, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়েছে বঙ্গবন্ধুর আদর্শ। তাঁর আদর্শেকে সবার মাঝে উজ্জীবিত করতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট একটি অবদান রেখে চলেছে।

বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে মুঠোফোনে এসব কথা বলেন তিনি।

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন এবং রানার আপ উভয় দলকে অভিনন্দন জানিয়ছেন সাংসদ এনামুল হক। তিনি আরো বলেন, শুধু উপজেলা পর্যায়ে নয় এই রকম ভালো খেলার ধারাবাহিকত জেলা পর্যায়েও ধরে রাখতে হবে। জেলায় ভালো খেলে বাগমারা উপজেলার সুনাম অর্জন করতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান তিনি।

উক্ত খেলায় ট্রাইবেকারের মাধ্যমে ৪-৩ গোলের ব্যবধানে মাড়িয়া ইউনিয়ন দল ভবানীগঞ্জ পৌরসভা দলকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উত্তর একডালা মাঠে অনুষ্ঠিত বৃহস্পতিবার বিকেল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার নির্ধারিত সময়ে গেলা শূণ্য থাকলে ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে মাড়িয়া ইউনিয়ন দল ৪-৩ জয়লাভ করে। তারা ফাইনাল খেলায় জয়লাভ করায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলায় খেলার যোগ্যতা অর্জন করে।

অনুষ্ঠিত খেলায় বাগমারা উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের রেফারী রফিকুল ইসলামের নেতৃত্বে খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন আলী আকবর সহকারী রেফারী হিসেবে ছিলেন, মঞ্জুর রহমান ও জাহাঙ্গীর আলম। ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন, প্রভাষক নজরুল ইসলাম, কামাল পাশা ও পলাশ মাহমুদ আগুন।

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম, বাগমারা থানার অফিসার ইনচার্জ নাছিম আহম্মেদ, একাডেমিক সুপারভাইজার আব্দুল মমীত, চেয়ারম্যান আসলাম আলী আসকান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, ডাক্তার লোকমান হোসেন, সাংসদের প্রেস সচিব জিল্লুর রহমান, উত্তর একডালা মাদ্রাসার সুপার মোফাজ্জল হোসেন, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, কাউন্সিলর হাচেন আলী, আ’লীগ নেতা সামসুল হক, পৌরসভার ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার আহাদ আলী, মাস্টার মোজাম্মেল হক সহ উপজেলার বিভিন্ন এলাকার অসংখ্য ফুটবল প্রেমী দর্শক।