শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাগমারায় ল্যাকটেটিং মাদার সহায়তা ও স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন

SONALISOMOY.COM
সেপ্টেম্বর ৩০, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক সুপার ভাইজার আব্দুল মমীত এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা নাছিম আহম্মেদ।

মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ৩০০ জন মা’কে ৩ হাজার টাকা করে মোট ৯ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।