মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

দলিল লেখকরা জমির ক্রেতা-বিক্রেতাদের বিশ্বস্থ প্রতিনিধি: এমপি এনামুল হক

SONALISOMOY.COM
অক্টোবর ১, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় দলিল লেখক সমিতির নতুন ভবনের শুভ উদ্বোধন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, দলিল লেখকরা জমির ক্রেতা-বিক্রেতার বিশ্বস্থ প্রতিনিধি। তাদের হাতেই জমির মালিকের প্রকৃত সম্পদ রক্ষিত থাকে।

দলিল লেখদের উদ্দেশ্যে আরো বলেন কোন ব্যক্তি যেন জমি ক্রয় বিক্রয় করতে এসে প্রতারণার শিকার না হয়। সঠিক ভাবে লোকজনের জমি রেজিস্ট্রি করতে পারে সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। দলিল লেখকদের কারনে লাখ লাখ টাকার সম্পাদ বেহাত হতে পারে। সে কারনে সঠিক ভাবে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। এছাড়াও অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকতে হবে।

সোমবার বিকেলে উপজেলার ভবানীগঞ্জ সাবরেজিষ্টার অফিস সংলগ্ন দলিল লেখকদের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন তিনি।

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম মডির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রাজশাহী জেলা ও সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হক, ভবানীগঞ্জ সাবরেজিষ্টার আব্দুল হান্নান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান আসলাম আলী আসকান, আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কাউন্সিলর হাচেন আলী, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সহ সভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারন সম্পাদক রইছ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, কার্যকরি কমিটির সদস্য শাহীন আহম্মেদ, জাহাঙ্গীর আলম, শামীম মীর প্রমুখ।

অনুষ্ঠান শুরুর আগে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, দলিল লেখক সমিতির ভবন সংলগ্ন মসজিদের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মৃত দলিল লেখকদের পরিবারের সদস্যদের এবং অবসর গ্রহনকারী দলিল লেখকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।