শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাগমারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

SONALISOMOY.COM
অক্টোবর ১৩, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় সারা দেশের ন্যায় শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণারর উদ্বোধন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব সময় অন্তরে ধারণ এবং লালন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধুর ইতিহাস সম্বলীত বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে। জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে কাজ করে চলেছেন জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্য আজ আমরা স্বাধীন। পেয়েছি স্বাধীন দেশ ও পতাকা। তাঁর সেই ঋণ কোন কিছুর বিনিময়ে শোধ করা যাবে না। তিনিই দেখেছিলেন স্বাধীন বাংলার স্বপ্ন। চেয়েছিলেন সোনার বাংলা গড়তে। তাঁর সেই চেতনাকে অন্তরে ধারণ করে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা জানবে মহান নেতার ত্যাগের ইতিহাস। এই উদ্দেশ্য নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হলো জাতির পিতার নামে বঙ্গবন্ধু কর্ণার। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় এবং ভবানীগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, উপজেলা আ’লীগের সদস্য মাস্টার লুৎফর রহমান, হাচেন আলী, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, উপজেলা বিএমডিএর সহকারী প্রকৌশলী রেজাউল করিম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, শিক্ষা অফিসার সিদ্দীকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুল মমীত, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সজল, আতাউর রহমান, নাইম আদনান প্রমুখ। এ সময় উভয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।