মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

গোপালপুর আলিম মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

SONALISOMOY.COM
অক্টোবর ১৬, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ জীবন ও কর্মের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার নিমিত্তে গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে মাদ্রাসা ভবনের মধ্য কক্ষে সুসজ্জিত বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন সরদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আব্দুস সোবহান, জিল্লুর রহমান, আফাজ্জল হোসে, মাওলানা রেজাইল করিম, মাওঃ মোজাম্মেল হক, মরিযম বেগম, রেজাউল হক ফৌজদার, আলতাফ হোসেনসহ শিক্ষক ও ছ্ত্রা-ছাত্রীগণ। এ প্রসঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য প্রতিটি শিক্ষাঙ্গনে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন একটি যুগান্তকারি প্রদক্ষেপ।

এর মাধ্যমে আমাদের তরুন প্রজন্মে বাংলাদশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে সঠিক ভাবে জানার সুযোগ পাবে।