বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

মৌসুমী ও জান্নাতুনের মেডিকেলে পড়ার দায়িত্ব নিলেন সাংসদ এনামুল হক

SONALISOMOY.COM
অক্টোবর ১৭, ২০১৮
news-image

নিজস্ব প্রতিবেদক: বাগমারা উপজেলার অদম্য সেই দুই মেধাবী শিক্ষার্থীদের মেডিকেল কলেজে লেখা পড়ার সব দায়িত্ব নিলেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হক।

উপজেলার নরদাশ ইউনিয়নের গোড়সা গ্রামের কছিমুদ্দিনের মেয়ে মৌসুমি আক্তার শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজে ও গনিপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আহসান হাবিব এর মেয়ে জান্নাতুন নেছা রংপুর মেডিকেল কলেজে ভর্তি পরিক্ষায় সাফল্যের সাথে উর্ত্তীন্ন হয়ে ভর্তির সুযোগ পায়। কিন্তু অভাবের সংসার থেকে মেডিকেল কলেজে পড়ানোর মত সামর্থ ছিলো না দুই পরিবারের।

বিষয়টি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে নজরে আসে স্থানীয় সাংসদ শিক্ষানুরাগী ইঞ্জিঃ এনামুল হকের।

এ বিষয়ে এনামুল হক বলেন বাগমারা উপজেলার নরদাশ ও গনিপুর ইউনিয়নের গোরসার এবং বাগমারা গ্রামের অদম্য দুই মেধাবী এবছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি । সেই সঙ্গে এই দরিদ্র দুই মেধাবীর পড়ালেখার সকল ব্যয়ভার বহনের প্রচেষ্টা আমার পক্ষ থেক অব্যহত থাকবে।

তিনি আরো বলেন, আমি মনে করি, সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণায় তাদের প্রতিভাকে প্রজ্জলিত করেছে।

পরবর্তিতে মুঠোফোনের মাধ্যমে দুই পরিবারের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।