শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নড়িয়ায় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের চারতলা পাকা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডা. খালেদ শওকত

SONALISOMOY.COM
অক্টোবর ২৯, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটায় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেলা আওয়ামী লীগের নেতা ও ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী। তিনি জাতীয় বীর কর্নেল (অব,) শওকত আলী এমপির পুত্র এবং একাদশ জাতীয় নির্বাচনে শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর) আসনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী।

২৯ অক্টোবর, সোমবার দুপুরে তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একাডেমিক ভবনের নির্মান কাজের উদ্বোধন করেন।
পরে তিনি স্থানীয় পুরান দিনারা হাটে নৌকার পক্ষে গণসংযোগ করেন।

নৌকার মনোনয়ন প্রত্যাশী খালেদ শওকত বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হতে হবে। সে লক্ষ্যে তারা প্রচার চালাচ্ছেন। ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ে সবাইকে কাজ করার আহবান জানান।

স্কুল ভবনের নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চামটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসাইন মৃধা, স্কুলের প্রধান শিক্ষক আলী আজম মৃধা, নড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম খোকন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুস সালাম মিরমালত, চামটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লোকমান হোসেন ঢালী, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ গাজী, চামটা ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন গাজী, সাধারণ সম্পাদক কবির হোসেন ওঝা, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান বাবু, সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাপ্পিসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ডা. খালেদ শওকত স্কুলে প্রঙ্গণে পৌঁছলে স্কুলের শিক্ষক, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।