শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাগমারায় বেগম রোকিয়া দিবস ও দুনীর্তি বিরোধী দিবস উদযাপন

SONALISOMOY.COM
ডিসেম্বর ৯, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহোযোগীতায় বেগম রেকেয়া দিবসে মানব বন্ধন ও ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ নানা আয়োজনে পালিত হয়। সকাল ১১টার দিকে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ও আলোচনা সভা করা হয়েছে। এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মুস্তাফিজুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মোহম্মাদ আলী, নাটোর পল্লী বিদ্যুতদের জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, স্যানেটারী ইনস্পেক্টর আশরাফুল ইসলাম পিন্টু প্রমুখ। পরে ৫ জয়িতাদের সংবর্ধনা, ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।

এদিকে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন, র‌্যাীল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুস সামাদের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেল দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মাষ্টার রমজান আলী, সদস্য ব্যবসায়ী আকবর আলী, আসাদুজ্জামান, আব্দুল মতিন, রফিকুল ইসলাম রন্জুসহ স্থানীয় নেতৃবৃন্দ।