শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বাগমারায় চায়ের স্টলের আড্ডায় নৌকা

SONALISOMOY.COM
ডিসেম্বর ১০, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: আমরা গায়ের মানুষ। সকাল হলেই কাম করে খাওয়া লাগে আমাদের। আমরা ওতো রাজনীতি জানিনা। তবে এখন আমরা সবাই ভাল আছি। আবু হেনার সময় আমরা এভাবে চায়ের স্টলে বসতে পারিনি। রাত লাগার আগে বাড়িত যাওয়া লাগিচে। তখন কেউ বাড়িত থ্যাইকা বারাতে পারেনি।

আমারে এই ইউনিয়ন থ্যাইকা বাংলা ভাই মানুষেক হত্যা করা শুরু করে। খালি আমারে এখানেই লা তারা সারা বাগমারার বিভিন্ন মানুষেক খুন করিছিল। আবার অনেকের কাছে কাফনের কাপুড় পাঠাইতো। খালি তাই লা মেলা মানুষের কাছে চিঠি দিয়ে খুন করার ভয় দেখাতো। এনামুল হক এমপি হওয়ার হইয়া আমরা এখন ভাল আছি।

আমরা গায়ের মানুষ আামরা ভাল থাকলেই তো ভাল। কথা গুলো বলছিলেন বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের থালঘরিয়া পলিথিন বাজারের আতাউর রহমানের চায়ের স্টলে চা পান করতে আসা ওই এলাকার মুনছুর রহমান, আয়েন উদ্দীন, জান মোহাম্মদ সহ অনেকে। চা পান করতে করতে আরো কথা হয় তাদের সাথে।

তারা বলে জনগন ভুল করলেও শেখ হাসিনা ভুল করেনি। যার কারনে আমরা ভাল ভাবে চলাফিরা করতে পারছি তাকই নৌকা দিছে। আবু হেনা খালি নিজে খেয়ে গেছে। বাগমারার কোন উন্নয়ন করেনি। আমারা কসক আবার ওক ভোট দিবো। আমরা পাাগলা। আমরা নৌকাত ভোট দিবো। আমরা বুচতে পারিচি কে ভাল কাজ করিচে আর কে করেনি।

আমরা গরীব হতে পারি টেক্যার ফরিক লা। আবু হেনার টেক্যা থাইক্যা লাভ নাই। মানুষ আর আবু হেনাক ভোট দিবে না। বাগমারাত আবার এনামুল ভোট পাবে। আমরাই ভোট দিবো আর সবেক বুলবো নৌকাত ভোট দিতে। এনামুলের ক্যাননে আমরা ভাল আছি। আল্লাহ যেন ওর ভাল করে। সাধারণ মানুষের মনের ইচ্ছা এমনি। নিজে ভালো থাকবো অপরকে ভালা রাখবো।