মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বাগমারার গোয়ালকান্দিতে বয়স্ক, বিধাব ও প্রতিবন্ধীদের ভাতা বাছাই

SONALISOMOY.COM
জুন ২৩, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে বয়স্ক, বিধাব ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের বাছাই অনুষ্ঠিত হয়েছে। মাইকিং করে রবিবার সকালে গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারী এ সকল ভাতা পাওয়ার যোগ্য এমন ব্যক্তিদের উপস্থিত হওয়ার অনুরোধ জানান হয়। যাচাই-বাছাই উপলক্ষে পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বয়স্ক, বিধাব ও প্রতিবন্ধীদের যাচাই-বাছাইকে কেন্দ্র করে ভোর থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে লোকজন আসতে শুরু করে। অনুষ্ঠানে যাচাই-বাছাই শুরু হতে হতে দেড় থেকে দুই হাজার লোকজনের সমাগম দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য এমন ব্যক্তিদের সনাক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মমিন, ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার সহ ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চলতি বছর গোয়ালকান্দি ইউনিয়নে বয়স্ক, বিধাব এবং প্রতিবন্ধী মিলে ১৪৭ জনকে ভাতার আওতায় আনা হবে বলে সমাজসেবা কার্যারয় সূত্রে জানাগেছে।