শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বাগমারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকদের অনুদান প্রদান

SONALISOMOY.COM
জুন ৩০, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় এবং প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পান বরজ মালিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুনে পুড়ে যাওয়া ১৪ জন কৃষকের মাঝে উপজেলা ত্রাণ তহবিল হতে নগদ ৭৬ হাজার টাকা এবং ৪ শত ২০ কেজি চাউল প্রদান করা হয়।

উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায়, শ্রীপুর, বাসুপাড়া এবং আউচপাড়া ইউনিয়নে বিভিন্ন সময় যে সকল কৃষকের পান বরজ আগুনে পুড়ে গেছে তাদের মাঝে নগদ অর্থ ও চাউল বিতরণ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ তহবিলের অর্থ ও চাউল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, সাংসদের প্রেস সচিব জিল্লুর রহমান, মাস্টার মোজাম্মেল হক প্রমুখ।