মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বাগমারায় মৎস্য সপ্তাহে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

SONALISOMOY.COM
জুলাই ১৮, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর বাগমারায় পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯।

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন, বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি, ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।