মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বাগমারায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক জনসচেতনতামূলক প্রশিক্ষণ

SONALISOMOY.COM
জুলাই ২৫, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দেশের নারীরা যেন আর অবহেলিত বা কারো অনুগ্রহে চলতে না হয়।নারীরাও ছেলেদের মতো প্রতিটি কর্মে লাগতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমান বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ এখানে চুপ করে কারো বসে থাকার সময় নেই। সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। সেই সাথে আত্মকর্মসংস্থান করেও এখন নারীরা স্বাবলম্বি হয়ে উঠছে। কোন কাজকে ছোট করে দেখার অবকাশ নেই। নারীরা এখন আর ভীতু না। তারাও সাহসের সাথে নতুন উদ্দীপনায় দেশের উন্নয়নে কাজ করতে পারে। বুধবার সকালে উপজেলা পরিষদের যুব উন্নয়ন কার্যালয়ের পুরাতন কোর্ট ভবনে এ বিষয়ে ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৫০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব মহিলারা অংশ গ্রহণ করে। যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সমাজসেবা অফিসার আব্দুল মমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার, ক্রেডিট সুপারভাইজার সরওয়ারদ্দিন প্রমুখ।