মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বাগমারায় ডেংঙ্গু প্রতিরোধে ইউএনও’র লিফলেট বিতরণ

SONALISOMOY.COM
আগস্ট ৬, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: “শেখ হাসিনার নির্দেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন পরিবেশ” স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম।

মঙ্গলবার সকাল থেকে উপজেলার ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ, ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভবানীগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতা মূলক এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের পাশাপাশি শিক্ষাক-শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন প্রকার সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মশা নিধনে ওষুধ স্প্রে করা হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, বাগমারা আসনের সংসদ সদস্যের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার উপাধ্যায়, ভবানীগঞ্জ সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা খানম।

এ সময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ আয়ুব আলী, ভবানীগঞ্জ পৌরসভার প্রকৌশলী লিটন মিঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ইবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি নাদিরুজ্জামান মিলন, ছাত্রলীগ নেতা নাইম আদনান, আব্দুর রউফ, আনোয়ার হোসেন, সাজেদুর রহমান, রায়হান প্রমুখ।