মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বাগমারায় অর্জনপাড়া গ্রামে ৭০ বাড়িতে বিদ্যুতের উদ্বোধন

SONALISOMOY.COM
আগস্ট ৭, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই স্লোগানকে সামনে রেখে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এর প্রচেষ্টায় উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অর্জনপাড়া গ্রামে ৭০ বাড়িতে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকেলে অর্জনপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জেলা আ’লীগের সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

অনুষ্ঠানে ওয়ার্ড আ’লীগের সভাপতি আজাহারুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম বাবুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হামিরকুৎসা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আনোয়ার হোসেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির বাগমারা জোনাল অফিসের ওয়ারিং পরিদর্শক আসাফ উদ দৌলা, আ’লীগ নেতা ইউপি সদস্য সামসুল ইসলাম, অর্জণপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী সদন, আ’লীগ নেতা আব্দুল মতিন, ইসমাইল হোসেন, আব্দুল জলিল, আলহাজ্ব আব্দুস সোবহান, ইউনিয়ন কৃষকলীগ নেতা খোরশেদ আলম প্রমুখ। কৃষকলীগ নেতা মতিউর রহমান, আবুল কাশেম, কৃষকলীগ নেতা সাহেব আলী। এ সময় আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগমারা জোনাল অফিস সূত্রে জানাগেছে অর্জনপাড়া গ্রামে ২.১৩ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করতে ব্যয় হয়েছে ৩৪ লাখ ০৮ হাজার টাকা।