মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বাগমারায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

SONALISOMOY.COM
আগস্ট ৭, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় পান বরজে কাজ করতে গিয়ে বজ্রপাতে আবুল হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ৬ আগস্ট, সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গণিপুর ইউনিয়নের গঙ্গানারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসেন বাড়ির কাছে নিজ পান বরজে কাজ করতে গিয়ে আকাশে মেঘ দেখে বাড়ি ফিরছিলেন। এমন সময় কোন বৃষ্টি ছাড়ায় হঠাৎ বিজলী চমকিয়ে বিকট শব্দ হয়। এ সময় তিনি রাস্তার ধারে লুটিয়ে পড়েন। বিষয়টি দুর থেকে প্রতিবেশীরা দেখে কাছে এসে অচেতন ও শরীর ঝলসে যাওয়া অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে ডাক্তারের কাছে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলামকে জানালে তিনি দুপুরে ঘটনাস্থলে পৌঁছেন। তিনি নিহতের পারিবারিক সহায়তায় নগদ ২০ হাজার টাকা এবং শুকনো খাবার প্রদান করেন।

এ সময় তার সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. মনিরুজ্জামান রন্জু সঙ্গে ছিলেন। এদিকে কৃষকের অকাল মৃত্যুতে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।

স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। স্বামীর অকাল মৃত্যুতে বিলাপ করতে করতে মূর্চ্ছা যাচ্ছেন স্ত্রী, সন্তান, ভাই-বোন সহ এলাকাবাসী।