বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধুর ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে: এনামুল হক

SONALISOMOY.COM
আগস্ট ২৪, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আ’লীগ সংগঠন জাতির পিতার রক্তে গড়া। জাতির পিতার রক্ত বৃথা যেতে দেবো না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আশা আর স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন তাঁর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে আমাদেরকেই।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সদস্যদের হত্যার মধ্যে দিয়ে দেশে আবারও একটি কালো অধ্যায়ের সূচনা করতে চেয়েছিল কিছু বিপদগামী সেনা সদস্যরা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে তারা বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দেয়ার চেষ্টা করেছে। জাতিরপিতা সারা জীবন দেশ ও দশের কল্যাণে কাজ করেছেন। তাই বঙ্গবন্ধুর ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে সকলকে আত্মনিয়োগ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। তাবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যে আ’লীগ সরকার কাজ করে চলেছে।

শনিবার উপজেলার মাদারীগঞ্জ উত্তরপাড়া ইট ভাটা মাঠে গনিপুর ইউনিয়ন আ’লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি বাগমারার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার উন্নয়নে সকল প্রকার কাজ করে চলেছি। ইতোমধ্যেই রাস্তা-ঘাট, ব্রীজ-কার্লভাট, শিক্ষা, চিকিৎসা সহ ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ শতভাগ সম্পন্নের পথে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে জননিরাপত্তা নিশ্চিত করা হয়ছে। পাল্টে গেছে রক্তাক্ত বাগমারার ইতিহাস। বাগমারা এখন শান্তির জনপদ। বাগমারা উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, কাউকে দলীয় পদ চেয়ে নিতে হবে না। কাজের মাধ্যমেই নেতা নির্বাচিত হবে। দলের পদ পদবী ব্যবহার করে নিজের স্বার্থে ব্যস্ত থাকলেই নেতার বৈশিষ্ট অর্জন করা হয় না। নেতাকে জনস্বার্থে কাজ করতে হবে। সংগঠনের স্বার্থে এগিয়ে আসতে হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে এবং ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল পরিচালনা কমিটির আহ্বায়ক উপজেলা আ’লীঅগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি , বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা মন্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, জেলা যুব লীগের সহ-সম্পাদক গত নির্বাচনে নৌকার প্রার্থী এস.এম এনামুল হক, আ’লীগ নেতা ভবানীগঞ্জ দলীল লেখক সমিতির সভাপতি রহিদুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বেগম, যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ তরফদার, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রম সম্পাদক মকবুল হোসেন, ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদ, কার্যকারী কিমিটির সদস্য আলী হাসান, রহিদুল ইসলাম, উপাধ্যক্ষ আব্দুল বারীক, ওমর আলী, লোকমান আলী, হাচেন আলী, জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা আজাহার আলী, আমজাদ হোসেন, জাহিদুর রহিম মিঠু, সামসুল হক, ওবাইদুর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভীন আক্তার, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, ইউনিয়ন যুব লীগের সভাপতি সানোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জহুরুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, ছাত্রলীগ নেতা আতাউর রহমান, আশিকুর রহমান সজল, আব্দুর রউফ, মুকুল মোল্লা।

এ সময় ইউনিয়ন আ’লীগ সহ প্রতিটি ওয়ার্ডের আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোক দিবসের স্মরণ সভা শেষে জাতির জনক সহ সকল শহিদদের রুহের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনায় করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।