শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা থাকতে হবে: এমপি এনামুল হক

SONALISOMOY.COM
সেপ্টেম্বর ৯, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন, সন্ত্রাস, জঙ্গিমুক্ত, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ, ইভটিজিং ও গুজব বিরোধী মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজশাহীর জেলা আ’লীগের সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকার ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা থাকা প্রয়োজন। সকলের সহযোগিতা ছাড়া কোন ভাবেই মান সম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব না। শিক্ষার প্রসারে বর্তমান সরকার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত মান উন্নত করেছে। সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে সকলের সম্মিলিত প্রয়াস অতি জরুরী। বিদ্যালয়ে যেন নির্ভিগ্নে শিক্ষার্থীরা যাওয়া আসা করতে পারে সেটা সুনিশ্চিত করতে হবে। যে স্বপ্ন নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছিলেন সেটা বাস্তাবায়ন করতে হবে। শিক্ষার্থীরা যেন কোন অবস্থাতে শিক্ষা গ্রহণ থেকে ঝরে না পড়ে সে দিকে অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন বাল্যবিবাহ, জঙ্গিবাদ, মাদক সহ সকল প্রকার অপকর্ম থেকে নিজেকে দূরে রাখতে হবে। সুন্দর ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তুলতে হবে।

মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলামের স ালনায় স্বাগত বক্তব্য রাখেন মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাসির উদ্দীন খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী অ লের ডিডি লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সৈয়দপুর মচমইল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসানুল করিম মামুন, মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আসান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মাজিদ শেখ, মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, শিক্ষার্থীদের মধ্যে শৌমিক, রিয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা াফিসার গোলাম রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, প্রবীণ ব্যক্তি আহাদ আলী সরদার, আশিকুর রহমান সজল, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, আজাহার আলী, ইউনুস আলী, জালাল উদ্দীন, আবুল কালাম, আক্কাস আলী সহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।