মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বাগমারার খাঁপুর গ্রামে ১৮৬ বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

SONALISOMOY.COM
সেপ্টেম্বর ১৪, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এ স্লোগানকে সামনে রেখে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির প্রচেষ্টায় শতভাগ বিদ্যুৎ সংযোগের পথে বাগমারা। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের খাঁপুর গ্রামের ১৮৬ টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে ইউনিয়নের খাঁপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ কার্যপরিচালনা কমিটির প্যানেল স্পিকার ইঞ্জিনিয়ার এনামুল হক। ইউনিয়ন যুবলীগ নেতা হাফিজুর রহমান বাবুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাগমারা জোনাল অফিসের ডিজিএম সুলতান উদ্দীন, ওয়ার্ড আ’লীগ নেতা আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য উপাধ্যক্ষ আব্দুল বারীক, হাচেন আলী, জেলা পরিষদ সদস্য মাহাবুদুর রহমান রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, আ’লীগ নেতা সাহারিয়া, ফরিদ উদ্দীন, রেজাউল করিম রেজা, যুবলীগ নেতা মাহাবুর রহমান মিঠু প্রমুখ।

এ সময় আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাগমারা জোনাল অফিস সূত্রে জানাগেছে খাঁপুর গ্রামের ১৮৬ বাড়িতে ৩.৫৯৬ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করতে ব্যয় হয়েছে ৬৪ লাখ ৭২ হাজার ৮ শত টাকা।