মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

ভবানীগঞ্জ মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করলেন এমপি এনামুল

SONALISOMOY.COM
সেপ্টেম্বর ১৪, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে এর ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ কার্যপরিচালনা কমিটির প্যানেল স্পিকার ইঞ্জিনিয়ার এনামুল হক।

“নিবার্চিত বেসরকারী মাদ্রাসা সমূহের উন্নয়ন”শীর্ষক প্রকল্পের আওতায় ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনটি প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহী।

প্রধান অতিথি প্রথমে মাদ্রাসার ভিত্তি প্রস্তরের নাম ফলক উন্মোচন করেন। এরপর কোদালের কোপ দিয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর সহকারী প্রকৌশলী আমির আলী দেওয়ান, উপজেলা এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার মাওঃ জিল্লুর রহমান, উপাধ্যক্ষ ড. ওয়ারেছ আলী, মাদ্রাসার সভাপতি প্রভাষক জিল্লুর রহমান, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম হেলাল, সদস্য হাচেন আলী, জেলা পরিষদ সদস্য মাহাবুদুর রহমান রেজা, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, আ’লীগ নেতা সাহারিয়া, ফরিদ উদ্দীন সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।