বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

এ যাত্রায় বেঁচে গেলেন মাবিয়ারা

SONALISOMOY.COM
নভেম্বর ৯, ২০১৯
news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন এসএ গেমস সামনে রেখে কয়েকটি ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের আবাসন করা হয় জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পুরোনো ভবনে। যেখানে থাকতেন গত এসএ গেমসে স্বর্ণজয়ী ভারোত্তোলক মারিয়া আক্তার সীমান্তরাও।

শুক্রবার (৮ নভেম্বর) এই পুরোনো ভবনের দোতলায় আগুন লেগেছিল। তবে কপাল ভালো ছুটির দিন হওয়ায় খারাপ কিছু হয়নি। তবে নষ্ট হয়েছে বেশ কিছু চেয়ার-টেবিল। সেই সাথে তায়কোয়ানদো ও কুস্তির ম্যাট পুড়ে ছাই হয়ে গেছে।

আগুন নেভার পর চলে পোড়া মালামাল সরিয়ে নেওয়ার কাজ। জানা যায়, এনএসসির কর্মচারীরা দিনভর এ নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদের অফিস নতুন ২০ তলা টাওয়ারে স্থানান্তরের পর পুরনো ভবনে করা হয়েছে কয়েকটি ফেডারেশনের কার্যালয়। যেখানে এসএ গেমসের আবাসিক ক্যাম্পে থাকেন মহিলা কাবাডি দল, ভারোত্তোলনের মহিলা ও পুরুষ দল, তায়কোয়ান্দো মহিলা ও পুরুষ দলও।