বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

বাগমারার শ্রীপুর ইউনিয়নের নয় ওয়ার্ডে আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

SONALISOMOY.COM
নভেম্বর ১৩, ২০১৯
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ৬ নং শ্রীপুর ইউনিয়নে ৯ ওয়ার্ডে আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তৃণমূল পর্যায় থেকে আ’লীগকে সুসংগঠিত করতে এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার বিকেলে ওয়ার্ড আ’লীগের ত্রি-বাষিক সম্মেলন উপলক্ষে শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুটি ওয়ার্ডে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

১ নং ওয়ার্ডে সভাপতি নির্বাচিত হয়েছেন নওশাদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ২ নং ওয়ার্ডে সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ৩ নং ওয়ার্ডে সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আলাউদ্দীন, ৪ নং ওয়ার্ডে সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ৫ নং ওয়ার্ডে সভাপতি ফয়েজ উদ্দীন, সাধারণ সম্পাদক স্থাগিত করা হয়েছে, ৬ নং ওয়ার্ডে সভাপতি আজাদ আলী, সাধারণ সম্পাদক ইনতাজ আলী, ৭ নং ওয়ার্ডে সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ৮ নং ওয়ার্ডে সভাপতি মোজাহার আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ৯ নং ওয়ার্ডে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ ফরিদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদদের পদ স্থগিত রাখা হেেয়ছে।

শ্রীপুর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীপুর ইউনিয়ন আ’লীগের দলীয় সম্মেলনে দায়িত্ব প্রাপ্ত আহ্বায়ক উপজেলা আ’লীগের শ্রম সম্পাদক মকবুল হোসেন। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সদস্য লোকমান আলী, আকবর আলী, ওমর আলী, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, তাহেরপুর পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব, মাস্টার গুলবর রহমান, সাবেক কমিশনার জমিন, আ’লীগ নেতা প্রভাষক তোফাজ্জল হোসেন, সাংসদের প্রেস সচিব জিল্লুর রহমান, বজলুর রশিদ, সালাউদ্দীন, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক নুরুন্নাহার বেগম, ছাত্রলীগ নেতা ফিরোজ আহম্মেদ, আব্দুর রউফ প্রমুখ। এ সময় ইউনিয়ন আ’লীগের কার্যকরী কমিটির সদস্য সহ প্রতিটি ওয়ার্ড আ’লীগ ও সহযোগি সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।