শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নামিবিয়ার ‘হুমকি’ বাংলাদেশকে

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১, ২০১৬

nabi_newsshomoyক্রীড়া প্রতিবেদক, কক্সবাজার থেকে : যুব বিশ্বকাপে দুই ‘ন’ এর চমক থামছেই না। এশিয়ার নেপাল আর আফ্রিকার নামিবিয়া পুরো ক্রিকেট বিশ্বকেই চমকে দিচ্ছে। ‘এ’ গ্রুপে নামিবিয়া এক আতঙ্কের নাম। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া নামিবিয়া নিজেদের দ্বিতীয় ম্যাচে যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করে দেয়।

অন্যদিকে নেপাল নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে চমক সৃষ্টি করে। দ্বিতীয় ম্যাচে হারিয়ে দেয় আয়ারল্যান্ডকে। দুই দলই এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে।

দক্ষিণ আফ্রিকাকে হুমকি দিয়ে হারিয়েছে নামিবিয়া। এক কথায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নিজেদের সামনে দাঁড়াতেই দেয়নি আফ্রিকার দলটি। স্কটল্যান্ডকে হারানোর পর বাংলাদেশকেও হারানোর হুংকার দিয়েছে নামিবিয়া। দলটির অধিনায়ক জিন গ্রিন বাংলাদেশকে হারানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।

nabian_newsshomoy
অধিনাকের ভাষ্য, ‘আমরা গতকালই (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়) দেখলাম ক্রিকেটে সব কিছুই সম্ভব। আমরা বিশ্বাস করি আমরা যেকোন দলকে হারাতে পারি। বাংলাদেশ কেন নয়? জয়ের লক্ষ্য নিয়ে আমরা খেলতে নামি। আমরা মাঠে যথেষ্ট পরিশ্রম করি; ইতিবাচক থাকার চেষ্টা করি। আশা করছি কালকের ম্যাচে আমরা ভালো কিছু করে দেখাতে পারব। নিজেদের সেরা শক্তি দিয়ে আমরা খেলতে পারব।’

প্রথমবারের মত দলকে যুব বিশ্বকাপের কোয়ার্টারে নামিবিয়াকে উঠাতে পেরে জিন গ্রিন উচ্ছ্বাসে ভাসছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘কোয়ার্টারে উঠতে পেরে বেশ ভালো লাগছে। নামিবিয়ার ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম এত বড় সাফল্য পেয়েছে। আমরা সত্যিই আমাদের দলটি নিয়ে গর্বিত। দেশ থেকে বেশ ভালো ভালো শুভেচ্ছা বার্তা পাচ্ছি।’