শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বিশ্বের যেসব চ্যানেলে দেখা যাবে পিএসএল

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ২, ২০১৬

নিউজ ডেস্ক: চার ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তানের ঘরোয়া লিগ হলেও টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে দুবাইতে। চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
আর এই আসর নিয়ে আগ্রহ প্রকাশ করেছে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের টেলিভিশন চ্যানেলগুলো। উপমহাদেশ ও এশিয়ার বিভিন্ন দেশ ছাড়াও ইংল্যান্ড থেকেও সরাসরি দেখা যাবে পিএসএলের খেলা।
প্রথমবারের মতো অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশের চার ক্রিকেটার দল পেয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন করাচি কিংসে। সাকিবের দলে আছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও। বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল খেলবেন পেশোয়ার জালমির হয়ে।PCL
এছাড়াও লাহোর কালান্দার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে তবে যাওয়া হচ্ছে না মুস্তাফিজের। অবশ্য তার না যাওয়ার ব্যাপারটি আগেই চূড়ান্ত হয়ে আছে।
এক নজরে বিভিন্ন দেশে পিএসএল সরাসরি সম্প্রচারকারী চ্যানেলগুলোর নাম দেখে নিন…
বাংলাদেশ – জিটিভি
পাকিস্তান – পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস এবং জিও সুপার
ইংল্যান্ড – প্রাইম টিভি
ভারত – টেন স্পোর্টস
শ্রীলঙ্কা – টেন স্পোর্টস, সিএসএন
আরব আমিরাত – ওএসএন
উৎস….প্রিয়