বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

লাসা জ্বরে নাইজেরিয়ায় শতাধিক প্রাণহানি

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ৭, ২০১৬

lasaআন্তর্জাতিক ডেস্ক: জিকা ভাইরাসের আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এর মধ্যে ফের দাপট ছড়াচ্ছে ভাইরাস জনিত পুরনো জ্বর লাসা।এ জ্বরে শুধু নাইজেরিয়াতেই গত আগস্ট থেকেই মারা গেছেন ১০১ জন। শনিবার এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

নাইজেরিয়ার সেন্টার ফর ডিজেজ কন্ট্রোল (এনসিডিসি) জানিয়েছে, গত আগস্ট মাসে এই ভাইরাসের প্রাদুর্ভাবের পর সবমিলিয়ে ১৭৫ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১০১ জন।

বর্তমানে রাজধানী আবুজাসহ দেশের ১৭টি রাজ্যে লাসা জ্বর ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে আবুজা ও লাওসসহ ১৪টি প্রদেশে মারা গেছেন ১০১ জন। তবে ১৭ কোটি জনগোষ্ঠী অধ্যুষিত দেশটিতে এই লাসা ভাইরাস নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ভয়াবহ এ জ্বরের ভাইরাস ১৯৬৯ সালে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় লাসা শহরে শনাক্ত হয়। পরে শহরটির নাম অনুসারে ভাইরাসটির নামকরণ করা হয়। ইঁদুরের প্রস্রাব-পায়খানার সঙ্গে খাবার কিংবা ঘরের জিনিসপত্র দূষিত হলে এর সংস্পর্শে আসার পর সংক্রমণ হতে পারে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী প্রতিবছর পশ্চিম আফ্রিকায় ১ লাখ থেকে ৩ লাখ মানুষ লাসা জ্বরে আক্রান্ত হয়ে থাকে। এরমধ্যে অন্তত ৫ হাজার মানুষের মৃত্যু হয়।