শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

অন্ধ হয়ে ফিরলেন সুমাইয়া শিমু!

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ৮, ২০১৬

Shimu_timebdnewsছোট পর্দার সুন্দরী, লাস্যময়ী সুমাইয়া শিমু এখন অন্ধ। মধ্যবিত্ত একটি পরিবারের সবচেয়ে আনন্দময় মানুষ তিনি। তার কোনো দুঃখ নেই, হতাশা নেই, বেদনা নেই… সুন্দর একটা ফুলের গন্ধ পেলেই তার মন আনন্দে নেচে ওঠে, পাখির ডাকে নাচে প্রাণ, গান গায় আপন সুরে। এমন একটি মেয়ে যখন অন্ধ হয়, তখন সবারই খুব খারাপ লাগে।

না, পাঠক ! বাস্তবের শিমু ভালো আছেন, সুস্থ আছেন। একটা নাটকের চরিত্রে তিনি অন্ধ সাজেন। চরিত্রে তার নাম থাকে তিথি। তিথি সবচেয়ে সুখে থাকলেও এ পরিবারের প্রধান দুঃখ তিথিকে নিয়ে, কারণ তিনি জন্মান্ধ। মধ্যবিত্ত পরিবারের হাস্যোজ্জ্বল কিন্তু জন্মান্ধ একটি মেয়ের জীবনযাপন নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘অন্ধকারের গান’। নজরুল ইসলামের রচনা এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, সুমাইয়া শিমু, তমালিকা কর্মকার, অপূর্ব, শাহরিয়ার নাজিম জয়, শাহেদ শরীফ খান, মিশু সাব্বির, উর্মিলাসহ অনেকে। একুশে টেলিভিশনে নাটকটির প্রচার সময় প্রতি রবি এবং সোমবার রাত ১০টায়। ঢাকাটাইমস