শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

তবুও অনেক প্রাপ্তি দেখছেন মিরাজ

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১১, ২০১৬

2016_02_02_09_39_18_BFfAgrMbQiA6JAJF6NOeGURZo36OGW_originalস্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে হচ্ছে যুব বিশ্বকাপের ১১তম আসর। সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল উঠেছিল স্বাগতিক বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত স্বপ্ন-ভঙ্গের বেদনা নিয়ে ফাইনালে আর খেলা হলো না জুনিয়র টাইগারদের। হারতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন উইকেটে। তারপরও এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তি দেখছেন স্বাগতিক অধিনায়ক মেহেদি হাসান।

খেলা শেষে এ প্রসঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, ‘বাংলাদেশ দল এর আগে কখনো সেমিফাইনালে খেলতে পারেনি। আমাদের বড় প্রাপ্তি ছিল যে, আমরা সেমিফাইনাল খেলেছি। তবে আর একটা জিনিস, আমরা ফাইনাল খেলতে পারলে অবশ্যই ভালো হত। আমরাও মনে প্রাণে চাচ্ছিলাম ফাইনাল খেলতে। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। ক্রিকেট খেলায় একদল জিতবে একদলকে হারতেই হবে। এটা মেনে নিতেই হবে। সবাই খুব ভালো খেলেছে এ টুর্নামেন্টে। সবাই খুব কষ্ট করেছে।’

বাংলাদেশকে টপকে ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের যুবারা। স্বাগতিকরা শেষ পর্যন্ত ফাইনালে না খেলতে পারলেও এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখতে পারছে বলে মনে করছেন মিরাজ। যা আগামীতে তাদেরকে আরো ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে।

এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘এ টুর্নামেন্ট শেখার জায়গা। প্রেসার সিচুয়েশনে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হবে, মানসিকভাবে শক্ত হতে হবে। এখান থেকে এগুলো শিখতে পারলে ভবিষ্যতেও এগুলো কাজে লাগবে। কারণ এখান থেকেই বেশিরভাগ ক্রিকেটার জাতীয় পর্যায়ে ও টপ লেভেলে খেলবে। এ জিনিসগুলো এখন থেকে শিখছি তা দুই-তিন বছর পর অনেক সাহায্য করবে। যা আমাদের ভবিষ্যতের জন্যে অনেক সহায়তা করবে।’