শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বিবিসিকে সাহারা খাতুন: ‘আমি ৪৮ ঘণ্টার নির্দেশ দিয়েছিলাম, প্রতিশ্রুতি দেইনি’

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১২, ২০১৬

চার বছর আগে রাজধানী ঢাকায় নিজ বাসায় খুন হয়েছিলেন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। ওই ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের ধরার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ৪৮ ঘণ্টা পার হয়ে ৪৮ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সাগর-রুনি হত্যার কোনও সুরাহা হয়নি। ধরা পড়েনি হত্যাকারীরা।sahara-khatun_7345
ওই হত্যাকাণ্ডের পর আরও দু’বছর সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সেই সময়ের মধ্যেও কেন এই হত্যাকাণ্ডের সুরাহা করা যায়নি- এ প্রশ্নের উত্তরে সাহারা খাতুন সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি কথাটা ঠিক ওইভাবে বলিনি। আইনশৃঙ্খলা বাহিনীকে আদেশ দিয়েছিলাম ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে। কিন্তু দুঃখজনক হলেও আমার এই কথাটা ‘টুইস্ট’ করেছেন আমার সাংবাদিক ভাইয়েরা।’
তিনি আরও বলেন, ‘সবক্ষেত্রেই যে অপরাধীদের সঙ্গে সঙ্গে ধরা যায়, তা নয়। ঘটনার ক্লু পাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে। কিছু কিছু মামলায় তারা ক্লু পান না। সেইসব ক্ষেত্রে আসামিকে ধরাও যায় না।’
সাবেক এই মন্ত্রী বলেন, সাগর-রুনি হত্যার ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। যার ফলে দেশের আইনশৃঙ্খলা বাহিনী এখনও পর্যন্ত আসামিকে ধরতে সঠিক কোনও সূত্র বের করতে পারছে না। তবে সরকারের আন্তরিকতা ও চেষ্টার কোনও অভাব নেই।
সাগর-রুনি
সাহারা খাতুন বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও পুলিশকে বারবার তাগাদা দিচ্ছেন এবং নিয়মিত তিনি এ ব্যাপারে মিটিংও করছেন।
সাগর-রুনি হত্যা নিয়ে সাহারা খাতুনের সময় করা তদন্ত সম্পর্কে তিনি বলেন, কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো সবার সামনে বলা যায় না।
বাংলাদেশে অনেক মামলা, অনেক তদন্ত প্রভাবশালীদের কারণে বিঘ্নিত হয়- এমন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘এই তদন্তের ক্ষেত্রে তেমন কিছু হয়েছে বলে আমি বিশ্বাস করি না। অন্তত আমার সময়ে আমি তো তাদের বলেছি অপরাধী যেই হোক তাদের বের করতেই হবে।’উৎসঃ বাংলা ট্রিবিউন