ইমরান-পড়শীর ‘সাদা কালো মন’
বিনোদন ডেস্ক: ‘স্টোরি অব সামারা’ ছবির মধ্য দিয়ে প্রথমবার চলচ্চিত্রে প্লেব্যাক করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান ও জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। আবার তারা একসঙ্গে প্লেব্যাক করতে যাচ্ছেন। শাহ আলম মণ্ডলের নতুন ছবি ‘সাদা কালো মন’র একটি গানে আজ কণ্ঠ দিচ্ছেন এই জনপ্রিয় শিল্পী যুগল।
‘সাদা কালো মন’ ছবির টাইটেল গানে কণ্ঠ মেলাচ্ছেন তারা। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজন করছেন ইমন সাহা। আজ রাজধানীর শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং হবে।
এই গানটি রেকর্ডিংয়ের মধ্য দিয়ে নতুন ছবিটির কাজ শুরু করছেন পরিচালক শাহ আলম মণ্ডল। ছবির সবগুলোর সঙ্গীতায়োজন করবেন ইমন সাহা। খুব শিগগিরই ছবিটির কাজ শুরু হবে বলে জানান পরিচালক।