শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নারীদের যৌন কামনার রহস্য! জেনে নিন

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ১৮, ২০১৬

nariযৌনক্রিয়ার যে কারণগুলো স্বাভাবিক বলে পরিগণিত হয় সেগুলো হচ্ছে ভালবাসা বা রোমান্সের প্রভাবে আবেগতাড়িত হয়ে, আনন্দলাভের উদ্দেশ্যে, সন্তান লাভের আশায় ইত্যাদি। কিন্তু এগুলো ছাড়াও আরো অনেক উদ্দেশ্যে মানুষ যৌন ক্রিয়ায় লিপ্ত হয়। লক্ষ্যণীয়ভাবে নারীদের যৌন ক্রিয়ার কারণগুলো পুরুষদের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়।
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সিন্ডি মেস্টন এবং ইভোল্যুশনারি সাইকোলজিস্ট ডেভিড বাস পৃথিবীর বিভিন্ন প্রান্তের ১০০৬ জন নারীর সাক্ষাৎকার নিয়েছেন তাদের যৌন কামনার বিষয়ে। আর মাত্র ১০০৬ জন নারীর কাছ থেকেই বেরিয়ে এসেছে যৌনতার ২৩৭টি আলাদা আলাদা কারণ।

যদিও অনেকগুলো কারণের ব্যাপারে প্রায় সবাই একমত, আবার অনেকগুলো কারণ কয়েক জনের মধ্যেই সীমাবদ্ধ। তো দেখা যাক, কারণগুলো কী কী? মেস্টন ও বাস নারীদের যৌন প্রেরণাগুলোকে স্বাভাবিকভাবেই তিন ক্যাটাগরিতে বিভক্ত করেছেন। সেগুলো হলো-

শারিরীক, আবেগীয় এবং বস্তুবাদী।

এসবের মধ্যে যেমন রয়েছে, নিজের আত্মবিশ্বাস বাড়ানো, সেল্ফ এস্টিম বৃদ্ধিকরা, প্রেমিককে ধরে রাখা, তেমনি রয়েছে জোর জবরদস্তির শিকার হওয়া পর্যন্ত। বাস এবং মেস্টনকে প্রেষণার বিচিত্রতা অবাক করেছে। এর মধ্যে যেমন রয়েছে সম্পূর্ণ পরোপকারী উদ্দেশ্য, তেমনি রয়েছে সম্পূর্ণ বদ মতলবও। যেমন, কাউকে এস. টি.ডি তে আক্রান্ত করা।

মেডিক্যাল সেক্স:

মাথা ব্যাথাসহ আরো অনেক শারিরীক সমস্যার চিকিৎসা হিসেবেও নাকি অনেকে সেক্স করে থাকে। কারণ সে ক্ষেত্রে সেক্স অনেক উপকারেও আসতে পারে। যদি সেটা এ জাতীয় টেনশন থেকে হয়ে থাকে।

আনন্দ লাভ:

অবভিয়াস! কিন্তু গবেষণার ফলাফল মেয়েদের যৌনতা ভালবাসা তাড়িত, আর ছেলেদের যৌনতা ইন্দ্রিয় সুখ তাড়িত, পশ্চিমা সমাজে প্রচলিত এ মিথকে উড়িয়ে দেয়। অর্ধেকেরও বেশি সংখ্যক নারীর কোন ধরণের রোমান্টিক রিলেশনশিপ না থাকা অবস্থায় শুধু ইন্দ্রিয় সুখের জন্য সেক্স করতে আপত্তি নেই বরং আগ্রহী। তবে কারো সাথে রোমান্টিক রিলেশন থাকা অবস্থায় ইন্দ্রিয় সুখের জন্য অন্য কারো সাথে সেক্স করার ব্যাপারে প্রায় ৮০ শতাংস নারীর ঘোরতর আপত্তি রয়েছে। অর্থাৎ সিঙ্গেল অবস্থায় রোমান্স বিহীন সেক্সে অনেকেই আগ্রহী হলেও পার্টনারের সাথে চিটিংকে তারা সমর্থন করেন না।

রোমান্স:

এটাও অবভিয়াস। প্রেমে পড়লে আবেগ তাড়িত হয়ে প্রেমলীলায় মত্ত হয়নি এরকম জুটি খুঁজে পাওয়া দুস্কর।

পার্টনারকে ধরে রাখা:

অনেক সময়ই নিজের আবেগের চেয়ে বড় হয়ে দাঁড়ায় পার্টনারকে ধরে রাখার প্রচেষ্টা। পার্টনারের আবেদনে সাড়া না দিলে সে ছেড়ে চলে যেতে পারে, এই ধারণা থেকে অনেক সময়ই অনিচ্ছা সত্ত্বেও সাড়া দেয়। অবশ্য পুরুষরাও অনেক সময় তা করে।

অন্যের প্রেমিককে ছিনিয়ে আনা:

অনেকে অন্য নারীর সাথে প্রকাশ্য রোমান্টিক সম্পর্ক থাকা সত্ত্বেও পুরুষদের আবেদনে সাড়া দেয় এ উদ্দেশ্যে যে পুরুষটি তার ‘পারফর মেন্সে সন্তুষ্ট হয়ে’ বা অন্য কোন কারণে তার রোমান্টিক পার্টনারকে ত্যাগ করে নতুন নারীকে স্বীকৃতি দিবে।

দায়িত্ববোধ:

অনেক নারীই তাদের সঙ্গীদের সকল ধরণের যৌন চাহিদা মেটানো দায়িত্ব বলে মনে করে। সেক্ষেত্রে আবেগতাড়িত না হয়েও বা পার্টনার চলে যাওয়ার সম্ভাবণা না থাকাসত্ত্বেও সে দায়িত্ববোধ থেকে সাড়া দেয়। এটা ছেলেরাও করে থাকে।

গৃহস্থলি কাজ:

অনেক বদ টাইপের পুরুষরা নাকি সেক্স না করলে বাজার করবে না, ঘর রং করবে না, গৃহস্থালী আবর্জনা ফেলবে না এসব বলে পার্টনারদের ব্লাকমেইল করে।

করুণা করে:

মানসিকভাবে ভেঙে পড়া কোন পরিচিতজনকে সান্তনা দেয়ার জন্যও নাকি মহীয়সীরা সেক্স করে থাকে।

ব্রেক-আপ:

অনেকে পার্টনারের ক্লান্তি থাকা সত্ত্বেও জোড়-জবরদস্তি করে সেক্স করার জন্য, যেন পার্টনার বিরক্ত হয়ে ব্রেক-আপ করে।

বদ মতলব:

পদোন্নতির জন্য, টাকার জন্য, উপহার পাওয়ার লোভে, পার্টনারের ওপর কোন কারণে ক্ষিপ্ত হয়ে গোপন প্রতিশোধ হিসেবে, কোন শত্রুতার কারণে এসটিডি ছড়ানোর উদ্দেশ্যেও অনেকে সেক্স করে।