শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চার শিশু হত্যা মামলার অন্যতম আসামি বাচ্চু ‘বন্দুকযুদ্ধে’ নিহত

SONALISOMOY.COM
ফেব্রুয়ারি ২৫, ২০১৬

siহবিগঞ্জ : জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যা মামলার অন্যতম আসামি বাচ্চু মিয়া ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই র‌্যাব সদস্য। এছাড়া আরও এক আসামিকে আটক করা করেছে র‌্যাব।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেউরগাছ এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার কাজী মনিরুজ্জামান জানান, ভোরের দিকে বাচ্চুকে ধরতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাচ্চু ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও জীবন রক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় বাচ্চু গুলিবিদ্ধ হয়। অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

আহত বাচ্চুকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সিলেটের বিশ্বনাথ এলাকা থেকে চার শিশু হত্যা মামলায় আরেক আসামি শাহেদকে আটক করেছে র‌্যাব।

বাচ্চুর মরদেহ বর্তমানে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানায় র‌্যাব।