শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে আটক ৫ হুজি সদদ্যের বিরুদ্ধে মামলা

SONALISOMOY.COM
ডিসেম্বর ৯, ২০১৬
news-image

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে আটক হরকাতুল জিহাদের (হুজি) পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব।

বৃহস্পতিবার গভীর রাতে নগরীর আকবর শাহ থানায় র‌্যাবের উপ-সহকারী পরিচালক এম জি রাব্বানী বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেন।

আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) সদীপ কুমার দাশ শুক্রবার সকালে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, আটককৃত পাঁচ জঙ্গির বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আজ বিকেলে হুজির পাঁচ সদস্যকে আদালতে তোলা হবে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগরীর কর্নেল হাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরকসহ হুজির পাঁচ সদস্যকে আটক করে র‌্যাব-৭। আটককৃতরা হলো তাজুল ইসলাম, নাজিম উদ্দিন, আবু জার গিফারি, নূরে আলম ও ইফতিশাম আহমেদ। তাদের কাছ থেকে দুটি পিস্তল, সাতটি ম্যাগজিন, ১২টি হাতে তৈরি গ্রেনেড (ইম্প্রোভাইজড ডিভাইস), ধারালো অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম বিস্ফোরক উদ্ধার করা হয়।