শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে যুবরাজ

SONALISOMOY.COM
ডিসেম্বর ২৪, ২০১৬
news-image

ক্রীড়া ডেস্ক : ভারতের তারকা ক্রিকেটার যুবরাজ সিং ক্যান্সারের সাথে লড়াই করে আবারও মাঠে ফিরেছেন। আর ক্যান্সারের যন্ত্রণা কতোটা বেদনাদায়ক, সেটার উপলব্ধি সে পরখ করতে পারেন নিমিষেই।

তাই মুম্বাইয়ে অবস্থিত সেন্ট জুড ইন্ডিয়া চাইল্ডকেয়ার সেন্টারে ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ছুটে যান যুবরাজ। সেখানে ক্যান্সার আক্রান্ত প্রায় ৩০ জন শিশুর সাথে মেতে ওঠেন। ফেরার পথে তার নিজস্ব ফ্যাশন কোম্পানি যুবীকনের পক্ষ থেকে সবাইকে উপহার সামগ্রী প্রদান করেন।

২০১১ সালের আইসিসি বিশ্বকাপ টুর্নামেন্ট সেরা খেলোয়াড় যুবরাজ সিং ক্যান্সার আক্রান্ত শিশুদের সাথে আড্ডার ফাঁকে বলেন, ‘আমি সবসময় এই ধরনের পরিবেশে ছুটে যেতে চাই। কারণ এই ধরনের পরিবেশ আমার খুব ভালো লাগে। বিশেষ করে বাচ্চাদের সাথে সময় কাটানো অনেক আনন্দের।’

ক্যান্সার আক্রান্ত শিশুদের নিয়ে যুবরাজ বলেন, ‘আমরা ক্রিসমাস ডেতে কিংবা কোন উৎসবে অনেক টাকা পয়সা বিনা কারণে খরচ করি। তখন অন্ততপক্ষে এদের মতো বিপদগ্রস্থদের কথা চিন্তা করে আমাদের কিছু করা উচিৎ। আমার জীবনের এখন একটাই লক্ষ্য ক্যান্সার আক্রান্তদের জন্য সর্বাত্মক সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া। কেননা আমাদের একটু সহযোগিতার জন্যই হয়তোবা তারা মৃত্যুর পথ থেকেও ফিরে আসতে পারে।’