শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ফোক জগতে জায়গা করে নিচ্ছেন পূণ মিলন

SONALISOMOY.COM
ডিসেম্বর ৩০, ২০১৬
news-image

নিজস্ব প্রতিবেদক: চুপি চুপি  ফোকসংগীতের জগতে জায়গা করে নিচ্ছেন পূণ মিলন। ব্রাক্ষণবাড়িয়ার বিজয় নগর গ্রামে ১৯৮৮ সালের ১১ জানুয়ারিতে জন্ম গ্রহণ করেন। তার পিতা  আলী আজম ও মাতা ফুলতারা বেগম। পরিবারের প্রতিকূলতা সত্বেও সংগীতকে মনে প্রাণে লালন করে এগিয়ে চলেছে এই তরুণ।  ছোটবেলা থেকে ফোক সংগীতকে মনে প্রাণে ধারণ করে নিজেকে একজন বাউল ও ফোক শিল্পী হিসাবে গড়ে তুলছেন এই নবাগত বাউল।তার প্রথম একক অ্যালবাম ‘তাল বেতাল’। আর এই অ্যালবামের গান গুলির মাধ্যমে দর্শক শ্রোতারা তাকে সাদরে গ্রহণ করেছে। যা তাকে তার পরবর্তী পথ চলাকে অনুপ্রোণা যুগিয়েছে। সেই প্রেক্ষাপটে বর্তমানে মিক্সড এ্যালবাম ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেনে এই শিল্পী। গীতিকার সঞ্জয়শীলের লেখা এবং মোবারক হোসেনের সুর ও সংগীতে তার গাওয়া দুটি গান- কার মনে ও যারে তুমি। এই মিক্সড অ্যালবাম ‘মরণ গাড়ি’ এখন বাজারে।

যেখানে গেয়েছেন সময়ের জনপ্রিয় ফোক শিল্পী কিশোর পলাশ, রাজিব শাহ সহ আরও অনেকে। নুতন বছরে আসতে চলেছে তার একক অ্যালবাম ‘তালবে তালের’ একটি গান নৌকা দোলের মিউজিক ভিডিও। এই উদিয়মান শিল্পী সকলের কাছে দোয়া প্রার্থী।