বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

এক কোটি স্যামসাং গ্যালাক্সি এস৮ তৈরি করছে স্যামসাং

SONALISOMOY.COM
জানুয়ারি ৬, ২০১৭
news-image

অনলাইন ডেস্ক:
স্যামসাং ইলেক্ট্রনিক্স প্রায় এক কোটি নতুন গ্যালাক্সি এস৮ স্মার্টফোন-কে তাদের প্রাথমিক উৎপাদনের লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক টাইমস।

২০১৬ সালে স্যামসাং নিরাপত্তা সমস্যার জন্য বাজার থেকে তাদের পণ্য গ্যালাক্সি ৭ সরিয়ে নেওয়ার পর প্রতিষ্ঠানটি তাদের নতুন পণ্য গ্যালাক্সি এস৮ নিয়ে আশাবাদী। ইতোমোধ্যেই অনলাইনে নতুন গ্যালাক্সি এস৮-এর ছবি এবং স্পেসিফিকেশন প্রকাশ করেছে বিভিন্ন ওয়েবসাইট।

বিশ্বে স্মার্টফোন নির্মাণে শীর্ষ এই প্রতিষ্ঠান গ্যালাক্সি এস৮ এর উৎপাদন কাজ শুরু করবে মার্চ মাসে  এবং এপ্রিলে তা বিক্রি শুরু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে রয়টার্স। আগের বছরও মার্চ মাসে গ্যালাক্সি এস৭ বাজারে ছাড়া হয়। স্যামসাংয়ের এক মুখপাত্র বলেন, প্রতিষ্ঠানটি থেকে সরাসরি কোনো মন্তব্য জানানো হচ্ছে না এই ব্যাপারে।

এর আগে এক বিবৃতিতে স্যামসাং গ্রাহকদের জানায়, যেসব গ্রাহক তাদের নোট ৭ ফোন ফেরত দিয়ে গ্যালাক্সি এস৭ এর ফ্ল্যাট-স্ক্রিন বা কার্ভড-স্ক্রিন সংস্করণ চেয়েছেন, তারা চাইলে গ্যালক্সি এস৮ বা নোট ৮ স্মার্টফোন নিতে পারবেন।