শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বাগমারায় অস্ত্র ও ইয়াবাসহ শরিফুল এবং জাহিদ গ্রেফতার

SONALISOMOY.COM
জানুয়ারি ১৪, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি:

র‌্যাব রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল শুক্রবার দিবাগত রাতে জেলার বাগমারা থানার মাদিলা উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি এবং ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, বাগমারার বেনীপুর গ্রামের জনাব আলীর ছেলে শরিফুল ইসলাম রকেট (২২) ও মাদিলা গ্রামের খয়বর রহমানের ছেলে জাহিদুর রহমান (২৮)।

ঘটনার বিবরণে প্রকাশ, গত শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার বাগমারা থানাধীন মাদিলা উত্তরপাড়া এলাকায় কতিপয় সন্ত্রাসী মাদকদ্রব্য সেবন ও সন্ত্রাসীমূলক কর্মকান্ডের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম এর নেতৃত্বে একটি অপারেশন দল মাদিলা উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় শরিফুল ইসলাম রকেট ও জাহিদুর রহমানকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হয় বলে র‌্যাব জানায়।