বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

মন্ত্রীর নামের পাশে যুক্ত হলো ‘যুদ্ধাপরাধী’

SONALISOMOY.COM
জানুয়ারি ২৬, ২০১৭
news-image

অনলাইন ডেস্ক:

পঁচাত্তরের পর কয়েকটি সরকারের আমলে যুদ্ধাপরাধীরা মন্ত্রী হয়েছিলেন। এ কারণে মন্ত্রণালয়ে মন্ত্রীদের তালিকায় তাদের নামও শোভা পায়। এতদিন মন্ত্রীদের তালিকা দেখলে বোঝার উপায় ছিল না কোন মন্ত্রী যুদ্ধাপরাধী। সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক একজন মন্ত্রীর নামের সঙ্গে যুদ্ধাপরাধী শব্দটি জুড়ে দেওয়া হয়েছে। প্রায় তিন মাস ধরে ঝুলছে নতুন এ তালিকা।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীদের নামের তালিকায় দেখা গেছে, ১৯৭১ সালের ২৯ ডিসেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের তালিকার সিরিয়াল চলছে ৩৭। এই সিরিয়ালের ১৬ নম্বরে রয়েছে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর নাম। তিনি এরশাদ আমলে ১৯৮৬ সালের ২৫ মে থেকে ৯ জুলাই পর্যন্ত এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
মন্ত্রীদের নামের তালিকা
জানা গেছে, তিন মাস আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর নামের পাশে যুদ্ধাপরাধী শব্দটি জুড়ে দিয়ে লেখা হয়েছে ‘জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী (যুদ্ধাপরাধী)।’
বুধবার বিকালে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘যেহেতু বিচারে প্রমাণ হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী একজন যুদ্ধাপরাধী, সেহেতু তার নামের পাশে এ শব্দটা লিখতে অসুবিধা নেই।’ তিনি বলেন, ‘মন্ত্রীর নামের তালিকায় তার নাম থাকবে, অথচ নামের পাশে যুদ্ধাপরাধী শব্দটা থাকবে না, সেটা কেমন দেখা যায়? বিবেকের তাড়নায় আমরা তার নামের পাশে যুদ্ধাপরাধী শব্দটি জুড়ে দিয়েছি।সুত্র, বাংরা ট্রিবিউন