শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

‘দা নেম ইজ মেহেদী’

SONALISOMOY.COM
মার্চ ১৮, ২০১৭
news-image

নিজস্ব প্রতিবেদক:

কলম্বো টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড উপুল থারাঙ্গা। ধারাভাষ্যকক্ষে ডিন জোন্সের চিৎকার, “লুক অ্যাট দা বয়, দা নেম ইজ মেহেদী।”

মেহেদী হাসান মিরাজের ডেলিভারিটি ছিল রোমাঞ্চিত আর উত্তেজিত ছিল হওয়ার মতোই। লেগ মিডলে পিচ করে বল টার্ন করে ব্যাটকে ফাঁকি দিয়ে স্টাম্পে চুমু। থারাঙ্গার চোখে মুখে বিস্ময়। স্বপ্নের এক ডেলিভারি!

মিরাজের সেটি দিনের প্রথম বল। দিনের মাত্র দ্বিতীয় ওভারের প্রথম বল। প্রথম ওভারে মুস্তাফিজও শুরু করেছেন দারুণ।

এই নিয়ে সিরিজে তিনবার থারাঙ্গাকে আউট করলেন মিরাজ। বাংলাদেশের শুরুটা এর চেয়ে ভালো আর হতে পারত না।

নতুন দিনে ঘুরে দাঁড়ানোর আশা

“শ্রীলঙ্কা যদি সাবধানী না হয়, টেস্ট শেষ হয়ে যেতে পারে আজকেই!” সকালে টেন ক্রিকেটের পিচ রিপোর্ট ঠিক এটি বলেই শুরু করলেন রাসেল আর্নল্ড। উইকেটে বেশ ‘রাফ’ আছে, স্পিনাররা সেটি কাজে লাগাতে পারলে কঠিন হবে ব্যাটসম্যানদের কাজ। আর্নল্ড বলছিলেন সেটিই।

শ্রীলঙ্কার শুরুটা অবশ্য ভালো হয়েছে। বড় লিড হজম করলেও আগের দিন তা অনেকটা কমিয়ে এনেছে উদ্বোধনী জুটি। ব্যাটিংয়ের আত্মবিশ্বাস বোলিংয়ের শুরুটায় বয়ে আনতে পারেনি বাংলাদেশ। নতুন দিনে ঘুরে দাঁড়ানোর পালা।

চতুর্থ দিন বিনা উইকেটে ৫৪ রান নিয়ে দিন শুরু করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ এগিয়ে ৭৫ রানে।

তৃতীয় দিন শেষে সাকিব আল হাসান বলেছিলেন, শেষ ইনিংসে দুইশর বেশি রান তাড়া করতে চাইবে না বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ধাক্কা দিতে তাই সকালে দ্রুত উইকেট জরুরি।