শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সাংসদ এনামুল হকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সূধিজনের মিলন মেলা

SONALISOMOY.COM
জুলাই ১, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি
রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের উদ্যোগে এবারো অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সকালে উপজেলার সাঁকোয়ার সালেহা-ইমারত কোল্ডস্টোরেজে আয়োজিত অনুষ্ঠানটি এলাকার আওয়ামী পরিবার ও সূধিজনের মিলন মেলায় পরিণত হয়। আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও র‌্যাফেল ড্র এর মাধ্যমে আধা বেলার অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়। অনুষ্ঠানের শুরুতে হোলি আর্টিজানে হামলার এক বছর পূর্তি উপলক্ষে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম চঞ্চল, সহসভাপতি আব্দুল মজিদ, অনিল কুমার সরকার, রুস্তম আলী, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, আলফোর রহমান, বাগমারার বিদায়ী ইউএনও নাছরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, থানার ওসি নাছিম আহম্মেদ। অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক প্রতীক দাস রানা, উপ দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য আব্দুস সামাদ, জাহানারা বেগম, মালেক মেহমুদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ ওয়াসিক কেটু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, রিয়াজ উদ্দিন, আফতাব উদ্দিন আবুল, যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার আবুল, সিরাজ উদ্দিন সুরুজ, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ, মাহমুদুর রহমান রেজা, চেয়ারম্যান আনোয়ার হোসেন, আব্দুল হামিদ ফৌজদার, মকলেছুর রহমান দুলাল, আয়েন উদ্দিন, আজাহারুল হক, আসলাম আলী আসকান, আব্দুল জব্বার মন্ডল, মনিরুজ্জামান রঞ্জু, আব্দুল হাকিম, মতিউর রহমান মতিন, সরদার জান মোহাম্মদ। গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুণ অর রশিদ, সম্পাদক শামসুল ইসলাম, শ্রীপুরের সহসভাপতি ইউসুফ আলী, মাড়িয়ার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, গোবিন্দপাড়ার সভাপতি আখতারুজ্জামান বুলবুল মাস্টার, সম্পাদক রেজাউল হক শেখ, উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মরিয়ম বেগম, সম্পাদক কোহিনুর খাতুন, ছাত্রলীগের জেলার সহসভাপতি উজ্জল হোসেন, উপজেলা সভাপতি আব্দুল মালেক নয়ন, সম্পাদক জহুরুল হক, নাদিরুজ্জামান মিলন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার সূধিজন উপস্থিত ছিলেন।
শেষে র‌্যাফেল ড্র ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে হোলি আর্টিজানে হামলার এক বছর পূর্তি উপলক্ষে এক মিনিট নিরবতা পালন করা হয়। সেখানে জঙ্গি হামলায় নিহত বাংলাদেশের সাহসী তরুণ ফারাজকেও স্মরণ করা হয়েছে।