বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাগমারার বন্যাকবলিতদের পাশে দাঁড়ালেন রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থীরা

SONALISOMOY.COM
সেপ্টেম্বর ৯, ২০১৭
news-image

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারার বন্যাকবলিতদের জন্য ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন রাজশাহী কলেজের ১৯৮৫ সালের এইচ এস সি ব্যাচের শিক্ষার্থীরা। তাঁরা বন্যাকবলিত ৩০জন নারী ও পুরুষকে সাড়ে চার হাজার টাকা করে প্রদান করেছেন। যাতায়াতের জন্যও আলাদা টাকা দিয়েছেন দূর্গতদের।
এ উপলক্ষে শনিবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের বাগমারার কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৮৫ ব্যাচের ছাত্রদের তৈরি তালিকা অনুযায়ী ৩০জনকে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়। পরে তাঁদের হাতে নগদ সাড়ে চার হাজার টাকা এবং যাতায়াতের জন্য আলাদা খরচ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ওই ব্যাচের রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মকলেছুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোঃ আহসান হাবিব, ড. নুরুজ্জামান, ড. হাবিবুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন, সার্ভেয়ার বেলাল উদ্দিন, জয়নাল আবেদিন, ব্যবসায়ী হুমায়ন মামুন প্রমুখ।