বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বাগমারায় দুদকের গণশুনানিতে, সার্ভেয়ার বরখাস্ত

SONALISOMOY.COM
এপ্রিল ১৭, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে ২৬ জন ভুক্তভোগীর অভিযোগে ভিত্তিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন এর কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম। শুনানিতে মডারেটর এর দায়িত্ব পালন করেন রাজশাহীর জেলা প্রশাসক এস,এম আব্দুল কাদের। উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক আব্দুল আজিজ ভুইয়া, মনিরুজ্জামান, রাজশাহী পুলিশ সুপার(সেবা) শহিদুল্লাহ(পিপিএম), বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আমাতুল হাকিম।

গণশুনানিতে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মুক্তারুজ্জমান এর বিরুদ্ধে ভুক্তভোগীর আনিত অভিযোগে গণশুনানি আদালতের বিচারক তাৎক্ষনিক ভাবে সাময়িক ভাবে বরখাস্ত করেন। এছাড়াও গণশুনানিতে বাগমারা পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি অভিযোগ উত্থাপন করেন। গণশুনানি আদালত অভিযোগ গুলো আমলে নিয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) রেজাউল করিমকে কৈফিয়ত তলব করেন। এক মাসের মধ্যে অভিযোগগুলো নিস্পত্তি করার নির্দেশ প্রদান করেন। অন্যথায় তার বিরুদ্ধে কর্তব্য অবহেলার দায়ে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

উক্ত গণশুনানিতে ভুক্তভোগিরা বাগমারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। তারা বলেন বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তরত চিকিৎসকরা নিয়মিত কর্মস্থলে না থাকায় রোগীরা দূর্ভোগের শিকার হন। এছাড়া এই মেডিকেলে কোন ওষধও পাওয়া যায় না। স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে নিয়োজিত সেবিকারা রোগীদের সাথে প্রায় সময়ই দূর্ব্যবহার করে থাকেন। পরে এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ারুল কবিরকে গণশুনানিনে হাজির করে অভিযোগের বিষয়ে কৈফিয়ত তলব করা হলে তিনি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। ছাড়াও গণশুনানিতে উপজেলা সমাজ সেবা, সাব-রেজিষ্টার, বাগমারা থানা, হিসাব রক্ষন ও মাধ্যমিক শিক্ষা অফিসের বিরুদ্ধে আনিত বিভিন্ন অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। পরে গণশুনানি আদালত তাৎক্ষনিক ভাবে ওই সকল অফিসের কর্মকর্তাদের আনিত অভিযোগ গুলোর দ্রুত নিস্পত্তির জন্য নির্দেশ প্রদান করেন।

গণশুনানি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সায়োয়ার আবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাত হোসেন মজনু, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজহারুল হক, মোকলেছুর রহমান দুলাল, আয়েন উদ্দীন, আসলাম আলী আসকান প্রমুখ। এছাড়াও গণশুনানিতে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।