শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বাগমারার কোন্দা গ্রামে বিদ্যুতের উদ্বোধন

SONALISOMOY.COM
এপ্রিল ১৯, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের কোন্দা গ্রামের ১১৭ বাড়িতে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন উপলক্ষে কোন্দা হাফেজিয়া মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওয়ার্ড আ’লীগের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সরদার জান মোহম্মাদ, উপজেলা হিসাব রক্ষন অফিসার মজিবর রহমান, বাগমারা জোনাল অফিসের এজিএম রথীন্দ্রনাথ বসাক, ওয়ারিং পরিদর্শক শহিদুজ্জামান, অধ্যাপক আবুল কাশেম, সাবেক প্রধান শিক্ষক আ: খালেক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মজিদ, সাইফুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আব্দুল মজিদ শেখ, ইউপি সদস্য আলমগীর হোসেন আলম, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, রুস্তম আলী, বাবলু সরকার, কোন্দা হাফেজিয়া মাদ্রসার সুপার মোজাম্মেল হক, বাবুল আক্তার বাবু প্রমুখ।

বাগমারা জোনাল অফিন সূত্রে জানা গেছে কোন্দা গ্রামে প্রায় দেড় কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মানে ব্যয় হয়েছে ৩৩ লাখ ৩৯ হাজার ৬ শত টাকা।