শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বাগমারার ভবিষ্যৎ উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

SONALISOMOY.COM
মে ২২, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় প্রিপারেশন অব ডেভেলপমেন্ট প্ল্যান ফর ফোরটিন উপজেলাস এর আওতায় উপজেলার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। দেশের সব উপজেলার মধ্যে চৌদ্দটি উপজেলাকে মডেল উপজেলায় পরিনত করতে কি কি উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে তার খসড়া উপস্থাপন হয় কর্মশালায়।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়নে নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জনিয়ার এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিপারেশন অব ডেভেলপমেন্ট প্ল্যান ফর ফোরটিন উপজেলাস এর পরামর্শক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস এন্ড এসোসিয়েটস লিঃ এর প্রধান পরামর্শক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জামাল উদ্দীন, প্রকল্প পরিচালক শাহীন আহম্মেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ, জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোরাম সারওয়ার আবুল প্রমুখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিগর্ব।

সুদূর প্রসারী, টেকসই এবং দীর্ঘমেয়াদী এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হলে গ্রামীণ জনপদের চিত্র সম্পূর্ণ পরিবর্তণ হয়ে যাবে। দ্রুত সময়ের মধ্যে গ্রামের লোকজন শহরে যাতায়াত করতে পারবে। পরিকল্পনাটি বাস্তবায়ন করবেন নগর উন্নয়ন অধিদপ্তর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।