বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আ’লীগ সরকার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছেন: এমপি এনামুল হক

SONALISOMOY.COM
অক্টোবর ১২, ২০১৮
news-image

বাগমারা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ সরকার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষকদের কল্যাণে আমূল পরিবর্তন ঘটিয়েছেন। আ’লীগ সরকারের কারনে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পদমর্যাদা বৃদ্ধি পেয়েছে। দেশের অন্যান্য শিক্ষা ব্যবস্থার মতো মাদ্রাসা শিক্ষাকে উচ্চ মানে প্রতিষ্ঠিত করেছেন। দূর করেছেন শিক্ষকদের বেতন বৈসম্য। শুক্রবার রাজশাহীর বাগমারা উপজেলার মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করেছেন সেই চেতনাকে ধারণ করে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষার পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়নে কাজ করে চলেছেন। তিনি আরো বলেন, শুধু সংগঠন করলেই কাজ শেষ হয়ে যায় না। সংগঠনকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

প্রধান অতিথি এমপি এনামুল হক নব গঠিত বাগমারা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সংস্থাকে পাঁচ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন সেই সাথে তাঁদের সংগঠনকে শক্তিশালী করতে ভবানীগঞ্জ নিউ মার্কেটে একটি অফিস কক্ষ প্রদান করেন।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স অডিটরিয়ামে আয়োজিত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের কল্যাণে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারী কল্যাণ সংস্থার সভাপতি ও ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি মাওঃ জিল্লুর রহমান। উত্তর একডালা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এবং উপজেলা মাদ্রাসার শিক্ষক-কর্মচারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক একেএম মোফাজ্জল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, ঝাড়গ্রাম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান, গোপালপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ, জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মহসিন আলী, উপজেলা কার্যকরী কমিটির সদস্য হাতেম আলী, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, হাচেন আলী, ওমর আলী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুবলীগের সাধারন সম্পাদক শামীম মীর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন, ছাত্রলীগ নেতা আতাউর রহমান প্রমুখ। এসময় উপজেলার ৭৪টি মাদ্রাসার প্রধান সহ শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।