শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

রাজশাহী বিভাগে আ.লীগ-বিএনপির প্রার্থী হতে পারেন যারা

SONALISOMOY.COM
নভেম্বর ১১, ২০১৮
news-image

সোনালি সময় প্রতিবেদক: আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগে আ.লীগ-বিএনপির প্রার্থী হতে পারেন যারা । আর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। এর আগেই দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করবেন। ইতোমধ্যেই আওয়ামী লীগ তাদের দলীয় মনোনয়ন বিক্রি শুরু করেছে। এখন কোন দলের কে কোন আসনে মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা চলছে দলের নেতাকর্মীসহ ভোটারদের মাঝেও।

এদিকে, কোন আসনে সেরা মনোনয়ন প্রত্যাশী এবং জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে এমন জরিপ চালিয়েছে বিল্ড বেটার বাংলাদেশ ও কেএইচএন রিসার্চ টিম নামের একটি সংগঠন। আওয়ামী লীগ ও বিএনপি তাদের মনোনয়ন দিতে পরে বলে উল্লেখ্য করে রোববার গণমাধ্যমে জরিপটি প্রকাশ করেছে।

যাতে রাজশাহী বিভাগে সেরা মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আওয়ামী লীগের রয়েছেন এরা হলেন, জয়পুরহাট-১ সামছুল আলম দুদু, জয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বগুড়া-১ আব্দুল মান্নান, বগুড়া-২ প্রার্থী সংকট, বগুড়া-৩ মারুফ রাব্বী, বগুড়া-৪ মমতাজউদ্দীন, বগুড়া-৫ হাবিবুর রহমান, বগুড়া-৬ মমতাজ উদ্দীন/রেজাউল করিম মন্টু, বগুড়া-৭ মোস্তফা আলম নান্নু, চাঁপাইনবাবগঞ্জ-১ গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-২ গোলাম মোস্তফা বিশ্বস, চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল ওদুদ, নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ ছলিম উদ্দীন তরফদার, নওগাঁ-৪ যোগ্য নেতৃত্ব সংকট, নওগাঁ-৫ আব্দুল মালেক, নওগাঁ-৬ ইসরাফিল আলম।

রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ আওয়ামী লীগের শরীক দল ওয়ার্কাস পার্টির ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আয়েন উদ্দিন, রাজশাহী-৪ প্রকৌশলী এনামুল হক, রাজশাহী-৫ আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৬ শাহরিয়ার আলম, নাটোর-১ সিলভিয়া পারভিন লেনি/আবুল কালাম আজাদ, নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ জুনাঈদ আহমেদ পলক, নাটোর-৪ আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম বা তার পুত্র তানভির শাকিল জয়, সিরাজগঞ্জ-২ ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ গাজী ম ম আমজাদ হোসেন, সিরাজগঞ্জ-৪ তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ মজিদ মন্ডল/মোমিন মন্ডল, সিরাজগঞ্জ-৬ হাসিবুর রহমান স্বপন, পাবনা-১ অধ্যাপক আবু সাইয়িদ, পাবনা-২ আহমেদ ফিরোজ কবীর, পাবনা-৩ আব্দুল আলীম, পাবনা-৪ সিরাজুল ইসলাম সর্দার, পাবনা-৫ গোলাম ফারুক প্রিন্স/আলহাজ মোশারফ হোসেন।

অপরদিকে, বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের যাদের প্রার্থী করা হতে পারে এরা হলেন, রাজশাহী-১ ব্যারিষ্টার আমিনুল হক, রাজশাহী-২ মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আবু হেনা, রাজশাহী-৫ মাহামুদা হাবিবা, রাজশাহী-৬ তাদের উল্লেখ্য যোগ্য নেতা নেই। জয়পুরহাট-১ ফয়সাল আলীম/মোজাহার আলী প্রধান, জয়পুরহাট-২ যোগ্য প্রার্থী নেই।

বগুড়া-১ হাসান তৈয়ব জাকির/শোকরানা, বগুড়া-২ মীর সাহে আলম, বগুড়া-৩ হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া-৪ ডাঃ জিয়া উদ্দিন মোল্লা, বগুড়া-৫ জিএম সিরাজ, বগুড়া-৬ খালেদা জিয়া নির্বাচন না করতে পারলে ভিপি সাইফুল ইসলাম, বগুড়া-৭ খালেদা জিয়া/হেলালুজ্জামান তালুকদার লালু। চাঁপাইনবাবগঞ্জ-১ অধ্যাপক শাহজাহান, চাঁপাইনবাবগঞ্জ-২ সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুন অর রশিদ।

নওগাঁ-১ ডাঃ ছালেক চৌধুরী, নওগাঁ-২ মোঃ শামসুজ্জোহা খান/শামিনা ইয়াসমিন পলি, নওগাঁ-৩ পারভেজ আরেফিন সিদ্দিক জনি, নওগাঁ-৪ আব্দুল মতিন, নওগাঁ-৫ লেঃ কর্নেল (অবঃ) আব্দুল লতিফ খান, নওগাঁ-৬ আনোয়ার হোসেন বুলু, নাটোর-১ কামরুন্নাহার শিরিন, নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ কাজী গোলাম মোর্শেদ, নাটোর-৪ মোজাম্মেল হক।

সিরাজগঞ্জ-১ কনক চাপা, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ সাইফুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ-৪ কাজি কামাল, সিরাজগঞ্জ-৫ আমিরুল ইসলাম খান আলিম, সিরাজগঞ্জ-৬ কামরুদ্দিন এহিয়া খান মজলিস, পাবনা-১ মেজর (অব:) মুনজুর কাদের, পাবনা-২ সেলিম রেজা হাবিব, পাবনা-৩ হাসানুল ইসলাম রাজা, পাবনা-৪ রফিকুল ইসলাম, পাবনা-৫ এ্যাডঃ শিমুল বিশ্বাস।